খোরশেদ আলম, সেনবাগ:
উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ সাইয়েদ আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বিকেলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহসিয়া তাবাসসুমের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন—সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াসিন করিম, নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক,
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আফসার, সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াসিন মিয়াজী, সেক্রেটারি মো. আলাউদ্দিন এবং ইসলামী ছাত্রশিবির নোয়াখালী উত্তর জেলা শাখার সভাপতি দাউদুল ইসলামসহ আরও অনেকে।


